শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৩

শুধু চাই অভিনব আকুলতা - -

চেপে রেখো না বুকের গভীরে অশান্ত -
আবেগের ঢেউ, গিঁট হওয়ার 
আগে বহে যাক বিষন্ন 
মনের জোয়ার,
জীবনের 
প্রান্তে শুধুই থাকে না শিলাখন্ডের - - 
কিনারা, অনেক উন্মুক্ত 
সোনালী সৈকত 
চেয়ে রয় 
উর্মিমালার উচ্চ তরঙ্গ, অজানা কত 
বালুকা বেলায় ফেলানো আছে 
ঝিনুকের বুকে, অদেখা 
স্বপনের অভিলাষ,
কিছু কবিতা 
অপ্রকাশিত, কিছু অপরিভাষিত প্রেম,
কিছু অনুল্লেখিত জলুস, কেবল 
চাই কৌতুহলের দৃষ্টি !
ভাসন্ত দ্বীপের 
অভাব 
কোথায় ভাবনার মহাসাগরে, জীবনে
শুধু চাই অভিনব আকুলতা - - 
* * 
- শান্তনু সান্যাল 

 http://sanyalsplanet.blogspot.com/
emerging bliss

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন