পরশ পাথরের সত্যতা কত খানি ছিল -
ভাবতে ভাবতে জীবনের সন্ধ্যা
নেমে এলো, বহু বার সে
ছুঁয়েছে বাহ্য পরিধি,
অগণিত বার
পরিক্রমা,
তবুও কেন্দ্রক অবধি পৌঁছতে পারি নি
সে, আসলে দূর থেকে পাহাড়ের
সৌন্দর্য্য দ্বিগুণ বেড়ে
যায়, সব কিছু
ইন্দ্রনীল
যেন ! ধুসর রঙের বাস্তবিকতা সেখানে
চোখ করে অগ্রাহ্য, যখন দূরত্ব
ক্রমশঃ হ্রাসের দিকে,
হৃদয়ে বিরক্তির
কুয়াশা -
ঘনিয়ে উঠে ধীরে ধীরে, স্বপ্নীল কিনারা
যায় দুরে সরে, নিঃশব্দ ভাঙনের
সূত্রপাত সেই ক্ষণে, প্রেমের
ঢেউ মন্থর ভাবে ছুঁয়ে
রয় দেহের -
তীর !
জীবন তখন লৌহ নির্মিত উপেক্ষিত জং
ধরা, এক প্রাচীন সেতু, বহু স্পর্শেও
সুবর্ণ হয় ওঠে না - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
japanese art 2
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন