সহজ নয় হঠাৎ করে, পুরোনো সব বাঁধন খুলে
মুক্ত পথে হাঁটা, কিছু অদৃশ্য ছায়া করে
অনুসরণ সারাটা জীবন, বলতে
চায়, না - বলা অনেক
কথা, সাপ -
সিঁড়ির ওই খেলার মাঝে জীবন খুঁজে পায় না -
কোনো বিকল্প ! কখনো নিয়তি সাপের
সম্মুখে দাঁড়ানো, কখনো প্রেম
অন্তিম ধাপে, ঘনক পাশা
যায় ফসকিয়ে
অজান্তে,
অন্তরিক্ষের অভিলাষে শুন্য ছাড়া কিছুই রয় -
না হাতে, যারা ছিল এক দিন পাগল
আমাকে নিয়ে, তারাই দেখি
আজ চায় মৌলিক
পরিচয় পত্র,
সঠিক তদারক নিয়ে তারা আজ ব্যস্ত, অতীত
শুধুই এক অনুভূতি, সময়ের সাথে জং
ধরে যায় তাতে - -
* *
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন