শীতের কাকভোরে, খবর কাগজের
দুম করে পড়ার আওয়াজ, ওই
সাইকেল ওয়ালা অল্প
বয়সী ছেলের
নিমিষে,
কুয়াশা ভরা পথে হারিয়ে যাওয়া !
জীবনে এক নতুন উত্সাহের
সঞ্চার করে যায় ভীষণ
ভাবে, আয়না
তখন
পুরাতন এক জ্ঞাতি, বিম্বের মৌন -
ইঙ্গিতে ডাকে নিজের কাছে,
ওই ইশারায় আছে
বহু কৌতুহল,
কিছু
উপহাস, কিছু গোপন মুহুর্তের ফাঁস,
আবার চোখে উড়াল সেতুর
জাল, অর্থহীন আলাপ -
সালাপের মাঝে
কম্প্যুটারে
কিছু
বাঁধা-ধরা কাজ, জীবন যেন ঘুরে -
রয় নির্দিষ্ট বৃত্তে, নবীনতার
সন্ধানে হারিয়ে যায়
যথারীতি
সঘন
অন্ধকারে, বারংবার বোনে স্বপ্নের
জাল, কিছু পরকীয় গন্ধের
সাথে বুকে জড়িয়ে
রয় কার
যেন
জানিত উষ্ণ নিঃশ্বাস, ঘুমের দেশে
ক্রমশঃ নিরূদ্দেশ !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
datura flower
দুম করে পড়ার আওয়াজ, ওই
সাইকেল ওয়ালা অল্প
বয়সী ছেলের
নিমিষে,
কুয়াশা ভরা পথে হারিয়ে যাওয়া !
জীবনে এক নতুন উত্সাহের
সঞ্চার করে যায় ভীষণ
ভাবে, আয়না
তখন
পুরাতন এক জ্ঞাতি, বিম্বের মৌন -
ইঙ্গিতে ডাকে নিজের কাছে,
ওই ইশারায় আছে
বহু কৌতুহল,
কিছু
উপহাস, কিছু গোপন মুহুর্তের ফাঁস,
আবার চোখে উড়াল সেতুর
জাল, অর্থহীন আলাপ -
সালাপের মাঝে
কম্প্যুটারে
কিছু
বাঁধা-ধরা কাজ, জীবন যেন ঘুরে -
রয় নির্দিষ্ট বৃত্তে, নবীনতার
সন্ধানে হারিয়ে যায়
যথারীতি
সঘন
অন্ধকারে, বারংবার বোনে স্বপ্নের
জাল, কিছু পরকীয় গন্ধের
সাথে বুকে জড়িয়ে
রয় কার
যেন
জানিত উষ্ণ নিঃশ্বাস, ঘুমের দেশে
ক্রমশঃ নিরূদ্দেশ !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
datura flower
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন