শনিবার, ১৮ জানুয়ারী, ২০১৪

যাযাবর মনোবৃত্তি - -

ওই চোখের বর্ণমালায় আছে, কত যে 
লুকানো উচ্চারণ, কত যে  দ্বৈত 
অর্থের ভাবনা, সব কিছুর 
অনুবাদ কি সম্ভব,
তাই কেবল 
অনুমান, 
তার হাসির মাঝে প্রায়ই ভেসে ওঠে - 
এক সরু রেখা, ঠিক পৃথিবী 
ও আকাশের কোনো 
এক মিলন 
বিন্দুর
উপরে, ভেসে ওঠা যেন রহস্যময় - - 
দিগন্ত রেখা, ওই আবছা 
আলোয় আমি প্রায়ই 
খুঁজি তার 
মনের 
গুপ্ত আবেগ ! সে তখন ধীরে ধীরে -
কাঁচা হলুদরঙ্গী সকাল, জড়িয়ে 
নিজের দেহে, প্রজাপতির 
কাচিক ডানা, উড়ে 
যেতে চায় 
সুদুর 
কোন এক অজানা বৃষ্টিবনে, জীবন
চেয়ে রয় বিস্ময় চোখে, তার 
ওই যাযাবর মনোবৃত্তি !
আর মেঘলা 
আকাশ।

* * 
- শান্তনু সান্যাল 


http://sanyalsplanet.blogspot.com/
Elusive Face

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন