রবিবার, ১৯ জানুয়ারী, ২০১৪

অরণ্য পথ থেকে ফিরে আসা - -

বুকের পান্থনিবাস থেকে অনেক দূরে -
অধর তীরের উষ্ণতা ছাড়িয়ে,
নিবিড় আলিঙ্গনের 
বাঁধন ভেঙে,
বাষ্পিত 
নিঃশ্বাসের মুগ্ধতা কাটিয়ে হৃদয় যেতে 
চায় বহুদূরে, এক এমন দেশে 
যেখানে  জোনাকির 
আলোয় ভিজে, 
ভাবনার 
অনাবিল শতদল ফুটে, যেখানে মনের 
সমস্ত রিক্ততা যায় ভরে, ওই 
জোছনার নিজস্ব আছে 
বিরল ইন্দ্রজাল,
আপন 
পরের ভেদাভেদ মিটিয়ে জড়িয়ে রাখে 
যে উন্মুক্ত হৃদয়ে ! ঠিক মায়ের
কপালের উপরে, চুম্বনের 
অনুভূতির  সাথে, 
জীবন 
যেখানে পায় পূর্ণতা, ফিরে আসে - - - 
মনুষ্যতা অরণ্য পথ থেকে,

* *
- শান্তনু সান্যাল 
 Three White Hellebores
http://sanyalsplanet.blogspot.com/

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন