বহুবর্ণী তোমার প্রণয়ের আকাশ,
দিগন্ত রেখা খুঁজে পায় না
নিজের অস্তিত্ব,
শুধুই
শুন্যে ভেসে যাওয়ার আভাস, এই
রোমাঞ্চিত সন্ধ্যার, বিগলিত
মুহুর্তে, তোমার দেহের
গন্ধে, চন্দনবনের
ছায়া ঘনিয়ে
উঠতে
চায় অথবা জীবনের মরু অঞ্চলে,
সহসা, যেন সজল মেঘের
আনাগোনা, ঝঙ্কৃত
করে হৃদয়ের
স্পন্দন !
তোমার সান্নিধ্যের ফলে বুকের -
মাঝে জেগে ওঠে সুপ্ত তৃষা,
জীবন খুঁজে অবিরাম
বৃষ্টির দেশ, মহা -
প্লাবনের
রাত্রি,
অন্তহীন প্রবাহে, একটানা ভেসে
যাওয়ার অতৃপ্ত সাধ - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by simon kenny
দিগন্ত রেখা খুঁজে পায় না
নিজের অস্তিত্ব,
শুধুই
শুন্যে ভেসে যাওয়ার আভাস, এই
রোমাঞ্চিত সন্ধ্যার, বিগলিত
মুহুর্তে, তোমার দেহের
গন্ধে, চন্দনবনের
ছায়া ঘনিয়ে
উঠতে
চায় অথবা জীবনের মরু অঞ্চলে,
সহসা, যেন সজল মেঘের
আনাগোনা, ঝঙ্কৃত
করে হৃদয়ের
স্পন্দন !
তোমার সান্নিধ্যের ফলে বুকের -
মাঝে জেগে ওঠে সুপ্ত তৃষা,
জীবন খুঁজে অবিরাম
বৃষ্টির দেশ, মহা -
প্লাবনের
রাত্রি,
অন্তহীন প্রবাহে, একটানা ভেসে
যাওয়ার অতৃপ্ত সাধ - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by simon kenny
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন