রবিবার, ২৬ জানুয়ারী, ২০১৪

মুক্ত ছন্দের কবিতা - -

অনেক দূর পর্যন্ত দেখেছি মধুমাসের -
ফিরে যাওয়া, ঝরা পাতার পথে 
অনুরাগের বিন্দু বিন্দু 
হারিয়ে যাওয়া, 
তবুও 
জীবনে সন্ধানের নেই কোনো ইতি, - 
প্রতি পদক্ষেপে নতুন অভিজ্ঞতা, 
প্রতি মুহুর্তে এক নবীন 
উপলব্ধি, বৃষ্টি 
ও খরার 
ওই 
অবুঝ সমীকরণে জীবন লিখে যায় - 
চিরকাল মুক্ত ছন্দের কবিতা, 
অমিল ভাবনার মাঝে 
মিলানের প্রচেষ্টা,
প্রতি দিন 
এক 
চুক্তি সময়ের সাথে, প্রতি রাত্রি এক - 
বোঝাপড়া অন্ধকারে সঙ্গে, 
ঘুম আর স্বপ্নের মাঝে 
অজানা সন্ধি -
ক্ষণে 
কোথাও যেন তুমি দাঁড়িয়ে থাকো ! -
নিয়ে হাতে কিছু ঝরা 
নিশি পুষ্প !

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
zeng art

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন