রবিবার, ৫ জানুয়ারী, ২০১৪

জীবন ফিরি নি কোনো দিন - -

কেবল প্রবঞ্চনা ছিল সে, অথবা সম্মোহনের 
অনন্য এক শিল্প, বুঝতেই পারি নি,
এক অদ্ভুত মুগ্ধতার আঁধারে 
গেছি বহু দূর এগিয়ে,
যেখানে দেহ 
ছিল 
অদৃশ্য হাতে চালিত এক যন্ত্র খানি, খেলেছে 
সে খুবই সহজে, নিঃশ্বাসের পুতুল 
খেলা, আবেগের খেয়া সে 
ভাসিয়ে গেছে, জানি 
না কোন নদীর 
মোহনার 
পথে,
দু দিকের কিনারা তখন খুবই অজানা, ওই 
পরকীয় গন্ধে, সে বেঁধে রেখেছে 
নিজের বুকে, নিবিড় 
ভাবে, আমার 
সমস্ত 
কিছু, অতীত, বর্তমান, ভবিষ্যৎ তখন - - -
যেন বন্ধক তার হাতে, সে প্রেম কি 
ছলনা, জীবন চাই নি কোনো
কৈফিয়ৎ, উজাড় করে 
নিজে কে, শুধুই 
চেয়েছে 
ভালবাসতে তাকে, এটা ভিন্ন ব্যাপার যে - - 
ওই মায়াবী আঁধার হতে জীবন 
ফিরি নি কোনো দিন !

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
reflection of emotion

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন