সঘন অন্ধকারে যখন অভ্যন্তরীণ জগৎ
চায় তোমার চোখের আলো, সেই
মুহুর্তে আমি হয় উঠি, একটু
ধন্য, সামান্য দামী,
ওই কম্পিত -
পরশে,
জীবন খুঁজে পায়ে মাঝধারে নিমগ্ন তরী,
মধ্যরাতের নীরবতা ভেঙে, যখন
ছুঁয়ে যায়, তোমার নিঃশ্বাসের
কিছু উষ্ণ বাষ্প কণা,
তখন বুকের
ধরাতলে
ফুটে ওঠে অসংখ্য আবেগের লতা, শাখা
প্রশাখায় দেখতে না দেখতেই, যেন
ফুলের বাহার, এক অদ্ভুত
সুবাসে ভরে ওঠে
সম্পূর্ণ দেহের
খাঁচা - -
ওই ঐন্দ্রজালিক প্রণয়ের বশিভুতে আমি
প্রায়ই ভুলে যাই, নৈসর্গিক ত্তড়ান।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Pink Orchid Stem
চায় তোমার চোখের আলো, সেই
মুহুর্তে আমি হয় উঠি, একটু
ধন্য, সামান্য দামী,
ওই কম্পিত -
পরশে,
জীবন খুঁজে পায়ে মাঝধারে নিমগ্ন তরী,
মধ্যরাতের নীরবতা ভেঙে, যখন
ছুঁয়ে যায়, তোমার নিঃশ্বাসের
কিছু উষ্ণ বাষ্প কণা,
তখন বুকের
ধরাতলে
ফুটে ওঠে অসংখ্য আবেগের লতা, শাখা
প্রশাখায় দেখতে না দেখতেই, যেন
ফুলের বাহার, এক অদ্ভুত
সুবাসে ভরে ওঠে
সম্পূর্ণ দেহের
খাঁচা - -
ওই ঐন্দ্রজালিক প্রণয়ের বশিভুতে আমি
প্রায়ই ভুলে যাই, নৈসর্গিক ত্তড়ান।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Pink Orchid Stem
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন