বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০১৪

সীমাবদ্ধতা - -

চোখের পরিধি চিরদিনই সীমাবদ্ধ,
অগাধ হৃদয়ের সত্যতা খুঁজে 
পায় না কোনো দিন, 
ফিরে আসে 
কিছু 
দূর দৌড়িয়ে নিজের বৃত্তে, যথারীতি 
নিয়ে বুকে মরু মরীচিকার 
তৃষ্ণা, ভাসন্ত রঙের 
খেলা ছিল তার 
অনুরক্তি,
কাছে পৌঁছবার পরে দেখি সব রং -
মিলে মিশে একাকার হয়েছে 
ধুসর, ওই অদ্ভুত 
মিশ্রিত রঙে 
ছিল 
লুকিয়ে কোথায় যেন এক অদৃশ্য -
ভাঙা কাঁটার ব্যথা, জীবন 
তখন আঙুলের ডগা,
খুঁজে বেড়ায় 
অদৃশ্য 
সান্ত্বনার সুই, ঘাত - প্রতিঘাতের -
অন্তহীন পুনরাবৃত্তি, জীবন 
করে যায় বুকে বহন 
অনবরত স্বপ্নের 
পৃথিবী,
সেটা অন্য ব্যাপার, কত স্বপ্নগুলো 
থাকে আস্ত সকাল পর্যন্ত !

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art by Silvia Vassileva

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন