সোমবার, ৩ মার্চ, ২০১৪

চিরকাল তুমি নিরুদ্দেশ - -

সারা রাত ঝরেছে শিশির কণা -
সারা রাত ছিল অদ্ভুত 
এক নিস্তব্ধতা, 
বুকের 
অদৃশ্য কোটরে বাষ্পিত মেঘ - -
তখন উচ্ছৃঙ্খল, সারাটা 
সময় খুঁজেছে 
একফালি
মরুভূমি, হৃদয়ে রইলো নিরুদ্ধ 
মধুর এক সজলতা, ওই 
নিশীথের একাকী 
পাখি সম, 
জীবনের ছিল একান্ত সন্ধান - - 
পৃথিবী হতে আকাশের 
পথে,সাগর হতে 
মেঘের 
দেশে, কখনো জোছনা ভরা ওই 
মায়াবী জগতে, কখনো 
নির্জন মঠবাসী 
সন্ন্যাসীর 
বেশে !
জীবন চেয়েছে তোমায় সম্পূর্ণ
ভাবে ভালবাসতে, অন্তরে 
লুকিয়ে রাখতে, কিন্তু 
তুমি যথারীতি 
রইলে 
অধরা, কোনো দিনই চাও নি -
ধরা দিতে, চিরকাল তুমি 
নিরুদ্দেশ, চিরদিন 
আমি কুয়াশার 
যাত্রী - - 

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
art by francine dufour jones

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন