শনিবার, ৩ মে, ২০১৪

প্রাণের পরিণীতি - -

সময় চিরদিনই বেগবান, থামে না 
কারোর জন্য, অভিলাষের 
তালিকা ছিল খুব 
লম্বা, গেছে 
বয়স 
ফুরিয়ে, তবু ছুঁতে পারি নি কোনো 
ভাবে তার হৃদয়ের গভীরতা,  
আকাশের রঙ ও 
সাগরের 
পৃষ্ঠতলের মধ্যে ছিল এক গুপ্ত সন্ধি,
অথবা বাধ্যবাধকতা, জানি 
না সঠিক ভাবে, 
কিন্তু ওই 
উচ্ছৃঙ্খল তরঙ্গের বুকে রঙীন বিম্ব 
ভেসে উঠেছে অনেক বার,
তার ভাবনার বৃত্তে 
আমার প্রেম 
ছিল - - 
কোন কেন্দ্র বিন্দুর মাঝে বলা খুব 
কঠিন, কিন্তু তার চোখের 
সম্মোহনে আছে গাঢ়
মালিকানা ভাব,
পুরো জীবন 
সে দিতে 
রাজি নয় এক মুহুর্তের মুক্তি, তার 
নিঃশ্বাসে বেঁধে রাখতে চায় 
সে আমার স্বচ্ছন্দতা, 
আমি অবাক 
হয়ে দেখি 
তার এই দখলের নীতি, দেহ হতে 
প্রাণের পরিণীতি - - 

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.in/
fragrant realization

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন