শুক্রবার, ৩০ মে, ২০১৪

আরোহণের রহস্য - -

তোমার দ্বার হতে ফেরার পরে, জীবন -
শিখে গেছে, কী ভাবে যে আয়না 
দেখা হয়, ভালই করেছ 
বন্ধু দ্বার না খুলে, 
অন্যথা 
অমিমাংসিত রয়ে যেত নিজের পরিচয়, 
ওই উর্ধ্বমুখী সিঁড়ি থেকে নামার 
পরে, জীবন শিখে গেছে 
আরোহণের রহস্য,
মাটির সাথে 
জুড়ে - 
থাকার অদৃশ্য সুখ, ভালই করেছ প্রিয় -
বন্ধু, আমার কুসুমিত ভাবনা, ওই 
পলকা কাচের ফুলদানিতে 
না সাজিয়ে, জীবন 
শিখে গেছে 
ভালই 
ভাবে, আসল ও নকলের তফাৎ আস্তে 
আস্তে - - 

* * 
- শান্তনু সান্যাল  
http://sanyalsplanet.blogspot.in/
morning glory 1

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন