শনিবার, ৮ জুলাই, ২০২৩

চিরস্থায়ী সংযুক্তি - -

চিরস্থায়ী সংযুক্তি বলে কিছুই নেই এই  
জগতে, প্রস্ফুটন ও পতন থাকে 
অঙ্কিত, যথারীতি দু 
দিকে নৈসর্গিক 
মুদ্রার 
উপরে, যতই জোরে নিক্ষেপ করো - 
আকাশমুখী, ফিরে আসে 
পৃথিবীর বুকে 
ততই 
তীব্র বেগে, কিছু ক্ষণের ঘূর্ণনের - -
পরে, সব কিছুই চোখের 
আগে নির্বিবাদ
ভাবে
হয়ে ওঠে পরিষ্কার, অবুঝ নিয়তির
নিয়ম বুঝিয়ে যায় স্পষ্ট 
ভাবে অঙ্কুরণের 
সাথেই 
লেখা থাকে ঝরে যাওয়ার তিথি - - 
কপালের ভাঁজে - - 

* * 
- শান্তনু সান্যাল 
 http://sanyalsplanet.blogspot.in/ 
night-lotus-leaf-moore

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন