মঙ্গলবার, ১০ জুন, ২০১৪

ভাঙন বিন্দুর কিনার - -

অনেক ক্ষণ দাঁড়িয়ে আছি ঠিক ভাঙন 
বিন্দুর কিনার, অনেক সময় দেখি 
সে হয়ে ওঠেছে ক্ষিপ্র নদীর 
জলধার ! বহিয়ে 
নিয়ে যেতে 
চায় 
একনিষ্ট লয়ে এপার ওপার, তার ওই 
প্রেমের মাঝ্ প্রবাহে ভেসে রয় 
মরণ খুঁটির স্বপ্ন মাখা 
চুড়া, জীবন ডুব 
দিতে চায় 
ওই 
ঘূর্ণি বলয়ের মাঝখানে, জেনে শুনে -
মৃত্যু স্বীকার ! আমি যতই চাই 
গুটিয়ে রাখি রেশমী 
ভাবনার কাচা 
সুতো !
বুকের মাঝে, ততই জটিল হয়ে ওঠে 
জীবন রুপি শুকের খোল। 

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.in/
Tulip-in-Red 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন