সব কিছুই এখানে শীশ মহলের দুনিয়া,
বহু আযামী হতে পারে তোমার
তথাকথিত ভালবাসা
কিন্তু নিয়তির
আগে
অসহায়, যখন ভাঙ্গলো ঝুলন্ত ঝাড় - -
বাতিদান, মেঝের উপরে ছিল
এক অসমাপ্ত নীরবতা,
সারাটা জীবনের
অনবরত
লেখা
তবুও যেন রইলো বুকে অপূর্ণ কবিতা,
ওই তারকের আসরে সবাই ছিল
নির্বাক, নিঃশব্দ ! আকাশ -
গঙ্গার তীরে খুঁজে
পাই নি
তাকে, মিথ্যে প্রতিশ্রুতির আলো ছিল -
চারদিকে, খুব বিষণ্ণ মনে ফিরে
এলাম আবার ঊষর প্রান্তরে,
জানি কিছু ক্ষণ
থাকবে
ঘিরে যথারীতি বিষাদের ছায়া, পুনরায়
জীবনের সাথে বোঝাপড়া, এমন
বিরাট কিছু ঘটে নি, শুধুই
নিশান্তে ভেঙে ছিল
এক সুন্দর
স্বপ্নের
ঝুমুর ভরা আকাশ, কিন্তু পৃথিবী নড়ে -
নি লেশমাত্র - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
stairs
বহু আযামী হতে পারে তোমার
তথাকথিত ভালবাসা
কিন্তু নিয়তির
আগে
অসহায়, যখন ভাঙ্গলো ঝুলন্ত ঝাড় - -
বাতিদান, মেঝের উপরে ছিল
এক অসমাপ্ত নীরবতা,
সারাটা জীবনের
অনবরত
লেখা
তবুও যেন রইলো বুকে অপূর্ণ কবিতা,
ওই তারকের আসরে সবাই ছিল
নির্বাক, নিঃশব্দ ! আকাশ -
গঙ্গার তীরে খুঁজে
পাই নি
তাকে, মিথ্যে প্রতিশ্রুতির আলো ছিল -
চারদিকে, খুব বিষণ্ণ মনে ফিরে
এলাম আবার ঊষর প্রান্তরে,
জানি কিছু ক্ষণ
থাকবে
ঘিরে যথারীতি বিষাদের ছায়া, পুনরায়
জীবনের সাথে বোঝাপড়া, এমন
বিরাট কিছু ঘটে নি, শুধুই
নিশান্তে ভেঙে ছিল
এক সুন্দর
স্বপ্নের
ঝুমুর ভরা আকাশ, কিন্তু পৃথিবী নড়ে -
নি লেশমাত্র - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
stairs
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন