তার এক নজরে ছিল সহস্ত্র তীরের
বিঁধান, কে হলো অভিহত
আর কে যে খুঁজে পেল
জীবনের সন্ধান,
বলা সহজ
কোথায়,
বহু যত্নের পরেও গেছে হারিয়ে সে
এক অমূল্য অঙ্গুরী, নিয়তির
ঘূর্ণাবর্তে কত সম্রাটের
মুকুট যায় হারিয়ে,
তুমি আর
আমি
যেখানে শুধুই শুষ্ক খড়কুটা, এক
দমকা হাওয়ায় উড়ে যাবো
জানি না কোথায় - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
inner charm
বিঁধান, কে হলো অভিহত
আর কে যে খুঁজে পেল
জীবনের সন্ধান,
বলা সহজ
কোথায়,
বহু যত্নের পরেও গেছে হারিয়ে সে
এক অমূল্য অঙ্গুরী, নিয়তির
ঘূর্ণাবর্তে কত সম্রাটের
মুকুট যায় হারিয়ে,
তুমি আর
আমি
যেখানে শুধুই শুষ্ক খড়কুটা, এক
দমকা হাওয়ায় উড়ে যাবো
জানি না কোথায় - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
inner charm
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন