তার প্রেমের আদল, ভেসে ওঠে -
কল্পলোকের অতিক্রমে !
যখন এ জীবন
সুদুর
নামীব মরুপ্রান্তরের বালুকণায়
মিশ্রিত, তখন সে হটাৎ
নীলনদের পারে
পীরামিডের
দেহে
লিখে যায় মেঘবর্ণ নিগূঢ় ছন্দ !
তার অদৃশ্য রূপের ওই
অপরূপ মায়া গড়ে
যায় ভূগর্ভস্থ
জলধারা,
যখন
পৃথিবীর বুকে মহা বিনাশের -
ছায়া, তখন দেখি সে
অনাহুত সন্ধ্যার
বৃষ্টি, ঝরে
যায়
অনিবার লয়ে ভাঙা দেউলের
চূড়া হতে, জ্বলন্ত গ্রামগঞ্জের
পথে, বৈষম্য বিহীন
সুজন মানবের
অশ্রু জলে,
তখন
দগ্ধ হৃদয়ে আশার দিব্য প্রলেপ,
কে যেন রেখে যায় সান্ধ্য
প্রদীপের সাথে, সমস্ত
সঙ্কুচিত আলোর
জগৎ তখন
সহসা
উদ্ভাসিত, চন্দনবন হতে বহে
আসে তখন সুরভিত
সমীরণ !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
fragrant
কল্পলোকের অতিক্রমে !
যখন এ জীবন
সুদুর
নামীব মরুপ্রান্তরের বালুকণায়
মিশ্রিত, তখন সে হটাৎ
নীলনদের পারে
পীরামিডের
দেহে
লিখে যায় মেঘবর্ণ নিগূঢ় ছন্দ !
তার অদৃশ্য রূপের ওই
অপরূপ মায়া গড়ে
যায় ভূগর্ভস্থ
জলধারা,
যখন
পৃথিবীর বুকে মহা বিনাশের -
ছায়া, তখন দেখি সে
অনাহুত সন্ধ্যার
বৃষ্টি, ঝরে
যায়
অনিবার লয়ে ভাঙা দেউলের
চূড়া হতে, জ্বলন্ত গ্রামগঞ্জের
পথে, বৈষম্য বিহীন
সুজন মানবের
অশ্রু জলে,
তখন
দগ্ধ হৃদয়ে আশার দিব্য প্রলেপ,
কে যেন রেখে যায় সান্ধ্য
প্রদীপের সাথে, সমস্ত
সঙ্কুচিত আলোর
জগৎ তখন
সহসা
উদ্ভাসিত, চন্দনবন হতে বহে
আসে তখন সুরভিত
সমীরণ !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
fragrant
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন