Saturday, 20 September 2014

নীল আঁধারে - -

 তুমি হটাৎ যখন করে যেতে চাও
একছত্র দখল, জীবনের সমস্ত
এলোমেলো প্রান্তর, আমি
ভুলে যেতে চাই
সেই মুহুর্তে,
অতীতের বন্ধ্য ভাবনার ঊসর -
ভূমি, তুমি অকস্মাৎ যখন
ছুঁয়ে যাও হৃদয়ের
কোমল তার,
স্পন্দনের স্বরলিপি সহসা বেঁধে
রাখতে চায়, তোমার দীর্ঘ
নিঃশ্বাস, বুকের খুব
কাছে প্রায়
আটকিয়ে, জীবনে কী সব কিছু
আটকানো যায়, আকাশ
সারা দিন ছিল
গুরুগম্ভীর,
সন্ধ্যার মুখে মন চেয়ে ছিল এক
পশলা বৃষ্টি, কোথায় - -
যথারীতি, ছদ্ম
প্রতিশ্রুতি !
এক ফোঁটা মেঘ ঝরে নি, নীল -
আঁধারে তুমি ঠিকই কাছে
এলে, যেন অসময়ে
লেবু ফুলের
গন্ধে, জীবন হতে চায় পুনরায়
উজাড় তোমার জন্যে !

* *
- শান্তনু সান্যাল

 

http://sanyalsplanet.blogspot.com/
hydrous emotion

No comments:

Post a Comment