রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৪

মৌন হাহাকার - -

অন্তর্তমের সৌন্দর্য্য চিরস্থায়ী,
সময়ের আলো - ছায়ার
প্রভাব যেখানে
নিষ্ক্রিয়,
মৌসুমের অনুযায়ী নিখিল -
প্রকৃতির রূপান্তরণ !
অমর লতার
কল্পনা
থাক যথারীতি বুকের মাঝে,
ফুলের নিয়তি তিন
অধ্যায়ে লিখিত,
প্রস্ফুটন,
গন্ধ বিস্তারণ, এবং পরিশেষে
জমির সাথে আলিঙ্গন !
তোমার প্রেম
জানি
অমূল্য অঙ্গুরী তাই সাবধানে
ছুঁই অভিলাষের ফেনা,
অন্যথা রত্ন বিহীন
অনুভূতির
মূল্য
কিছুই নাই, শুধুই অন্তরে এক
অসমাপ্ত মরুভূমির উষ্ণতা
আর মৌন হাহাকার !

* *
- শান্তনু সান্যাল



http://sanyalsplanet.blogspot.in/
art by barbara fox

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন