এ কেমন ধর্মীয় উন্মাদ, সারা পৃথিবীর
বুকে অসমাপ্ত রক্তপাত, ক 'এক
স্তবকের আবৃত্তি আর
হাতে স্বর্গে
যাওয়ার প্রবেশ কার্ড, এ কেমন বিজয়
যাত্রা সিঁজর পাহাড়ে নিরীহ
মানুষের ধর্মের নামে
গণহত্যা, শিশু
ও নারীর
খোলা বাজারে দরকষাকষি, এ কেমন
স্বর্গের যাত্রী ডিঙিয়ে যেতে চায়
সারি সারি মানুষের
লাশ, জানি না
সে কোন
দেবতা যে চায় নির্দোষ মানুষের বলি !
এ কেমন বর্বর সমাজ সব কিছু
দেখে যায় স্পষ্ট ভাবে আর
নিজেকে বলে ধৃতরাষ্ট্র,
পিছনে সমস্ত
অনুযায়ী
হেঁটে যায় অন্ধ পথে, চোখে বেঁধে রেশমী
কাপড়ের টুকরা, যেন সৎ পথের
লক্ষাধিক গান্ধারী !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
art by tougaspi
বুকে অসমাপ্ত রক্তপাত, ক 'এক
স্তবকের আবৃত্তি আর
হাতে স্বর্গে
যাওয়ার প্রবেশ কার্ড, এ কেমন বিজয়
যাত্রা সিঁজর পাহাড়ে নিরীহ
মানুষের ধর্মের নামে
গণহত্যা, শিশু
ও নারীর
খোলা বাজারে দরকষাকষি, এ কেমন
স্বর্গের যাত্রী ডিঙিয়ে যেতে চায়
সারি সারি মানুষের
লাশ, জানি না
সে কোন
দেবতা যে চায় নির্দোষ মানুষের বলি !
এ কেমন বর্বর সমাজ সব কিছু
দেখে যায় স্পষ্ট ভাবে আর
নিজেকে বলে ধৃতরাষ্ট্র,
পিছনে সমস্ত
অনুযায়ী
হেঁটে যায় অন্ধ পথে, চোখে বেঁধে রেশমী
কাপড়ের টুকরা, যেন সৎ পথের
লক্ষাধিক গান্ধারী !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
art by tougaspi
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন