সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০১৪

বিস্মিত চোখের অনুবাদ - -

জগতের বিধান, অনবরত বহমান,
যেন কুয়াশাচ্ছন্ন উপত্যকার
এক বিন্দু হতে অন্য
প্রান্তে সমস্ত কিছু
অবিরাম
লয়ে ধাবমান, জমির নিচে কি বা
আছে, অনিশ্চিত ভবিষ্যৎ
অথবা অপ্রত্যাশিত
ভূগর্ভস্থ ফুলের
বাগান !
বলা মুশকিল, শুধুই আন্দাজে বহু
দুরের যাত্রা, না সূর্যের হদিস,
নাহি ভাসন্ত তারকের
মিছিল, চার
দিক এক
অন্তহীন নিরবতা, মৌন ভাষায় - -
ভাবনার আদান প্রদান ! দেখি
তুমি চেয়ে আছো আমায়  
বিস্ফারিত চোখে,
বুঝতে চাই
এমন সময় বিস্মিত চোখের অনুবাদ,
কিন্তু বর্ণমালা সহসা হয়ে ওঠে
আবছা, ভাসা ভাসা !
সব কিছুই নিমিষে
মনে হয়
খুবই অচেনা, সরে চলেছে ক্রমশঃ - -
নদীর ঘাট, সান্ধ্য আরতির
অস্পষ্ট সুর, অনায়াস
ডুবন্ত নোঙ্গর
স্তম্ভ - -

* *
- শান্তনু সান্যাল


 

 http://sanyalsplanet.blogspot.in/
red rose

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন