সে আবার আজ শব্দের পাশা ফেলেছে,
ভাবনার চৌকোণ ঘরে, পুনরায়
জীবন হতে চায় পরিপূর্ণ
ভাবে পরাজিত !
তার নয়ন
কোণে
ঝিলিকিয়ে ওঠে মেঘরঙ্গী শিশির বিন্দু
কি ঘনীভূত অশ্রু, না চেয়েও খুব
জানতে ইচ্ছে করে ! জানা -
সত্তেও যে আমি, এক
ছারখার ব্যক্তিত্ব,
তবুও তার
ওই অজানা বিষপ্রাসনের অভিলাষ - -
উদ্বেলিত করে যায় অন্তরতম !
আমি যে এক পরিযায়ী
পাখি, কোথায়
আমার
স্থায়ী আস্তানা, বহুবার বুঝিয়েছি তাকে
তবুও জানি না কেনো, সে সজল
চোখে, ভালবাসার প্রদীপ
যথারীতি রাখে
জ্বালিয়ে !
আর যেন আমি, কাটা অশ্বত্থ গাছের - -
শাখা প্রশাখা, বুকে লুকিয়ে রাখতে
চাই তার বিক্ষিপ্ত প্রেমের কিছু
কচি পাতা ! পুনর্জন্মের
যেন অসমাপ্ত
মৃগতৃষ্ণা !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
art by simon bull 1
ভাবনার চৌকোণ ঘরে, পুনরায়
জীবন হতে চায় পরিপূর্ণ
ভাবে পরাজিত !
তার নয়ন
কোণে
ঝিলিকিয়ে ওঠে মেঘরঙ্গী শিশির বিন্দু
কি ঘনীভূত অশ্রু, না চেয়েও খুব
জানতে ইচ্ছে করে ! জানা -
সত্তেও যে আমি, এক
ছারখার ব্যক্তিত্ব,
তবুও তার
ওই অজানা বিষপ্রাসনের অভিলাষ - -
উদ্বেলিত করে যায় অন্তরতম !
আমি যে এক পরিযায়ী
পাখি, কোথায়
আমার
স্থায়ী আস্তানা, বহুবার বুঝিয়েছি তাকে
তবুও জানি না কেনো, সে সজল
চোখে, ভালবাসার প্রদীপ
যথারীতি রাখে
জ্বালিয়ে !
আর যেন আমি, কাটা অশ্বত্থ গাছের - -
শাখা প্রশাখা, বুকে লুকিয়ে রাখতে
চাই তার বিক্ষিপ্ত প্রেমের কিছু
কচি পাতা ! পুনর্জন্মের
যেন অসমাপ্ত
মৃগতৃষ্ণা !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
art by simon bull 1
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন