শুক্রবার, ২১ নভেম্বর, ২০১৪

চির একাকী - -

 সম্ভবতঃ, নিজের মাঝে সে ছিল গভীর
আত্মলীন, যখন খুলেছে অন্তর্তমের
বাতায়ন, তখন দেখে বাহ্য
জগতে পাতা ঝরার
ঋতু, ফুল ' ত
দুরের
কথা, চার দিকে শুধুই নেড়া গাছের -
অরণ্য ! আর ছড়িয়ে রয়েছে
অদৃশ্য  শীত - বৈরাগ্য,
জীবনের আছে
নিজস্ব
এক শাশ্বত ঋতু চক্র, ক্ষণে ক্ষণে যায়
বদলিয়ে, যেন জন্মগত উচ্ছৃঙ্খল,
অশাসিত ! নিয়তির ছাড়া
কেউ তাকে বাঁধতে
পারে না,
যখন সে দেখতে চেয়েছে খুব কাছে - -
থেকে নিজস্ব ছবি, আয়নার
প্রতিফলন দেয় নি
সহযোগিতা
কিংবা
চেহারায় ভেসে উঠেছে অসংখ্য রেখার
জাল, তখন সে নিজের ভিতরে
নিজেই এসেছে ফিরে, ঠিক
মাঝখানের পথ ধরে
চির একাকী
রূপে !

* *
- শান্তনু সান্যাল
 

 http://sanyalsplanet.blogspot.in/

Lisa Daria Kennedy  paintings

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন