রবিবার, ৪ জুন, ২০২৩

নিঃসন্দেহে তোমায় - -

নির্মোহী রাত ফিরে গেছে ঝরা ফুলের

পথে, নিভিয়ে তারকের ঝাড়বাতি,
আবছা আলোয় দেখি, নব
প্রভাত করে চলেছে
পুনশ্চ আহ্বান,
জীবনের
সৌন্দর্য্য চিরস্থায়ী, যেখানে ছিল শেষ
পদক্ষেপ, সেখান থেকেই আবার
অভিনব যাত্রার প্রারব্ধ,
পরিচিত চেহারা
বা পান্থ -
নিবাস, সব কিছুই এই জগতে নীহার
বিন্দু, শুধুই ক্ষণিক মুহূর্তের
কাহিনী, যথারীতি
আসা যাওয়া
এবং
অস্থায়ী ঠিকানা, তবুও ভালবাসতে -
চায় এই  হৃদয় চিরকাল, পৃথিবী,
আকাশ, মহাসাগর হতে
সুদুর চিরহরিৎ
অরণ্য -
প্রদেশ এবং নিঃসন্দেহে তোমায় - - - -

* *
- শান্তনু সান্যাল

 

http://sanyalsplanet.blogspot.in/

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন