রবিবার, ২৮ মে, ২০২৩

নিষ্ফলা বনস্পতি - -

জীবন যখন অন্যদের জন্য উৎসৃষ্ট
মানুষ তখন ফাঁপা মূল বৃক্ষ,
দেহে আশ্রিত অন্যান্য
গাছের জন্য
কেবল এক উপস্থাপিত বস্তু, যাকে 
বলে বেদীর অবদান, মৌন
লোবানের  রূপে পুড়ে
যাওয়া তখন
তার নিয়তি, হাসি – ক্রন্দন অথবা
হর্ষ – বেদন, সমস্ত অনুভূতি
ধীরে ধীরে লোপের
দিকে, বিশাল -
গাছের দেহে, আর কিশলয় পাতা ধরে
না, সে তখন অসময়োচিত
নিষ্ফলা বনস্পতি
নীরব চেয়ে
রয়, পরকীয় গাছের আকাশমুখী - -
উঠে যাওয়া ! কোথায় যেন
তখন মানুষ ভুলে যায়
নিজের অস্তিত্ব,
তখন সে
ভুলে যায় নিজের অতীত, বর্তমান ও
আসন্ন মধুমাস, সে আর খুঁজে
না স্বপ্নের জলাভূমি - -

* *
- শান্তনু সান্যাল  



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন