রবিবার, ৬ আগস্ট, ২০২৩

উড়ন্ত স্বপ্নের পিছনে - -

জীবন অনেক সময় যেন পুরাকালীন

ঘড়ি, বড় আর ছোট কাঁটার
মাঝে বহু যুগ ধরে থেমে
আছে যথাবত !
যাদুঘরের
কোনো এক উচ্চ দেয়ালে, দর্শকের -
মিছিলে, মাঝেসাঝে সে খুঁজে
বেড়ায় অতীতের কিছু
ছিটকিয়ে পড়া
মুহূর্ত !
কিছু হাসিমুখ শিশুদের চেহারা, কিছু
বিস্মিত তারুণ্যের বাউণ্ডুলে
ভাব, অথবা, অকারণে
উড়ন্ত স্বপ্নের
পিছনে
ধেয়ে যাওয়া, জীবন অনেক সময় - -
যেন পুরাতন বইর নিরুদ্দেশ
লাল গোলাপ, হটাৎ খসে,
মুক্ত হতে চায়, ওই
বয়েসী গন্ধ
হতে - -
সুদূর অজানা প্রান্তরে উড়ে চলেছে এক 
ঝাঁক রঙ্গীন প্রজাপতি !
* *
— শান্তনু সান্যাল 
 

http://sanyalsplanet.blogspot.in/

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন