সোমবার, ২৪ নভেম্বর, ২০১৪

আকাশীয় নদী - -

জানি না, সবাই কি জীবনে এমনই ঠকে
যায়, বিরল মুক্তার বদলে শুধুই
ক' একটা ফুটো কড়ি পায়,
তার কাছে ছিল নাকি
জীবনদায়িনী !
কোনো
এক অমূল্য গাছের শিকড়, নাকি দেহে -
ছোঁয়ালেই মানুষ ফিরে পায়
হারানো জীবন, তাই 
ইচ্ছে করেই
দংশিত
হলাম আমি, বিষাক্ত শরীর নিয়ে শুধুই 
অভিশপ্ত রয়ে গেলাম আমি, ওই
যাকে বলে চরম উপাসনা,
যেখানে পাথর হয়ে
ওঠে জীবন্ত
দেবতা,
কিন্তু জানি না কেন, এই ঠকে যাওয়াটা
এক অদ্ভুত আনন্দ লোকে নিয়ে
যেতে চায়, যেখানে বহে
চলেছে নীল লাল
বেগুনি
রঙ্গে একাকার, বিশাল আকাশীয় নদী।

* *
- শান্তনু সান্যাল 
 

http://sanyalsplanet.blogspot.in/
beyond the emotion

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন