মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০১৪

দ্বিধাগ্রস্ত সমাজ - -

এরা কোন অসুর যুগের প্রাণী, নিমিষে -
গেছে নিভিয়ে সদ্য জ্বলন্ত দীপ -
মালিকা, কিসের জন্য
এত উদ্বায়িতা,
কোন
নির্মম দেবতার এরা উন্মাদিত অনুচর,
কোন সত্তার নামে করে গেছে
নিরীহ শিশুদের নৃশংস
হত্যা, এ কেমন
মূক বধির
সমাজ
সব কিছু দেখেও যেন অন্ধ হয়ে চলেছে -
ক্রমশঃ, আসলে এখানে আমরা
সবাই যেন অদৃশ্য রোগে
হয়ে উঠেছি পঙ্গু,
প্রতিবাদ
করতে ভয় পাই যাকে বলে গণ ভীরুতা,
ওই স্ব - স্বার্থের গুটির মাঝে বুনে
চলেছি নিজস্ব এক রেশমের
দুনিয়া, আর আছি
সংজ্ঞাহীন
নিজের ঘরে নিজের রচিত অনাম নগরে,
যদিও চার পাশে ধু ধু করে জ্বলে
উঠছে মানবতার ধোঁয়া,
এটায় কি জীবনের
মর্ম, নিজের
বাইরে
কেন মানুষ বেরিয়ে আসতে আজ খুবই
দ্বিধাগ্রস্ত - -

* *
- শান্তনু সান্যাল


http://sanyalsplanet.blogspot.in/
Connie Towns WATERCOLOR

মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০১৪

ভাঙন ভরা শব্দ - -

সে ফিরিয়ে আনতে চায় আমায়, -
আবার পূর্ববৎ অবস্থায়,
স্পন্দনশীল, জীবন্ত
দোলায়মান,
কিন্তু
সেটা কি সম্ভব, আমি দুঃখিত, কি
ভাবে যে তাকে বোঝাই, খুবই
মুশকিল, জীবাশ্ম হতে
পুনরায় মৌলিক
দেহের
প্রাপ্তি ! এখন আমাদের মাঝে এক
অদৃশ্য অনুভূতির ছাড়া
কিছুই নেই বাকি,
তবুও তার
চোখের
মায়া জড়িয়ে রাখতে চায়  জানি না
কেন, অতীতের হারানো
সিক্ত ভাবনার মণি
মুক্তা, অবশ্যই
বুকের
দূর সরানো সৈকতে, কিছু ভাঙ্গা
চুরা ঝিনুকের খোল ছাড়া,
আর কিছুই নেই !
সাগরের ওই
উচ্ছিষ্ট
ভূমিতে সে খুঁজে চলেছে হারানো  
কিছু পদচিহ্ন, কিছু ফিরে
আসা অনুরণনের
ভাঙন ভরা
শব্দ - -

* *
- শান্তনু সান্যাল 


  


http://sanyalsplanet.blogspot.in/
art by Lin Ching-Che

সোমবার, ১ ডিসেম্বর, ২০১৪

রাত্রি শেষে - -

আজ আমি জলশূন্য নদী, বুকে জড়িয়ে আছি -
বালির স্তুপ, পুরাতন শিলা স্তর, জীব -
বনস্পতির বহু খোল, নিখোঁজ
দুই কিনারা, অনেক
কিছুই এই
জগতে রয় যায় অবর্ণিত, আমি জানি সে রোজ,
রাতের শেষ প্রহরে, যখন নিশিপুষ্পের
গাছ, ঝরা ফুলের সাথে দাঁড়িয়ে
রয় সটান, আর বিন্দু -
বিন্দু ঝরে
আকাশের অশ্রু, তখন দেখি, এলোমেলো আঁচল
গুছিয়ে কাঁধে, সে বেরিয়ে পড়ে বহু দূর
উড়ু উড়ু পায়ে, তার দগ্ধ চাহনি
এমন সময়ে খুঁজে শ্রাবণী
মেঘের ঠিকানা,
বিলুপ্ত নদীর
তীরে সে বসে থাকে একাকী সকাল অব্দি, কিন্তু
যথারীতি, দিগন্তের আকাশ থাকে মেঘশূন্য,
ফিরে আসার পথে সে রেখে আসে
কিছু ফণীমনসার ফুল নদীর
পাষাণী বুকে, আস্তে
করে, নিঃশব্দ !

* *
- শান্তনু সান্যাল



 

http://sanyalsplanet.blogspot.in/
Ottorino De Lucchi 1951art