সে ফিরিয়ে আনতে চায় আমায়, -
আবার পূর্ববৎ অবস্থায়,
স্পন্দনশীল, জীবন্ত
দোলায়মান,
কিন্তু
সেটা কি সম্ভব, আমি দুঃখিত, কি
ভাবে যে তাকে বোঝাই, খুবই
মুশকিল, জীবাশ্ম হতে
পুনরায় মৌলিক
দেহের
প্রাপ্তি ! এখন আমাদের মাঝে এক
অদৃশ্য অনুভূতির ছাড়া
কিছুই নেই বাকি,
তবুও তার
চোখের
মায়া জড়িয়ে রাখতে চায় জানি না
কেন, অতীতের হারানো
সিক্ত ভাবনার মণি
মুক্তা, অবশ্যই
বুকের
দূর সরানো সৈকতে, কিছু ভাঙ্গা
চুরা ঝিনুকের খোল ছাড়া,
আর কিছুই নেই !
সাগরের ওই
উচ্ছিষ্ট
ভূমিতে সে খুঁজে চলেছে হারানো
কিছু পদচিহ্ন, কিছু ফিরে
আসা অনুরণনের
ভাঙন ভরা
শব্দ - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
art by Lin Ching-Che
আবার পূর্ববৎ অবস্থায়,
স্পন্দনশীল, জীবন্ত
দোলায়মান,
কিন্তু
সেটা কি সম্ভব, আমি দুঃখিত, কি
ভাবে যে তাকে বোঝাই, খুবই
মুশকিল, জীবাশ্ম হতে
পুনরায় মৌলিক
দেহের
প্রাপ্তি ! এখন আমাদের মাঝে এক
অদৃশ্য অনুভূতির ছাড়া
কিছুই নেই বাকি,
তবুও তার
চোখের
মায়া জড়িয়ে রাখতে চায় জানি না
কেন, অতীতের হারানো
সিক্ত ভাবনার মণি
মুক্তা, অবশ্যই
বুকের
দূর সরানো সৈকতে, কিছু ভাঙ্গা
চুরা ঝিনুকের খোল ছাড়া,
আর কিছুই নেই !
সাগরের ওই
উচ্ছিষ্ট
ভূমিতে সে খুঁজে চলেছে হারানো
কিছু পদচিহ্ন, কিছু ফিরে
আসা অনুরণনের
ভাঙন ভরা
শব্দ - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
art by Lin Ching-Che
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন