Friday, 12 December 2014

অতীতের রঙীন স্মৃতি - -

আর কত দূর, যে নিয়ে যেতে চাও-
তুমি, এই নীরব রাতের শেষ -
প্রহরে, একের পর এক
গেছে ঝরে, নিশি
পুষ্পের
লাজুক গন্ধ ভরা পাপড়ি, সুদুর - -
মহুয়া বনে থেমে গেছে
মধ্য রাতের ওই
নিরীহ
হরিণের স্নায়বিক ডাক, চিরকালের
জাল - জালিকের খেলা, এক
জনের মৃত্যু অপরের
জন্য জীবন !
নিসর্গের
নিয়ম খুবই জটিল, ওই নিগূঢ় অরণ্য
পথের আছে সবাই যাত্রী, জানা
সত্তেও যে প্রত্যেক জিনিসের
আছে এক দিন, অন্ত
অবশ্যম্ভাবী,
তবুও জীবন ধরে রাখতে চায়, কিছু -
অতীতের রঙীন স্মৃতি, কিছু
মিথ্যে আত্মীয়তার এক
সাময়িক প্রলেপ,
অথবা তার
তথাকথিত শাশ্বত অঙ্গীকার অবশ্যই
কিছুই নেই এই জগতে অটুট,
শুধুই এক  সুন্দর আত্ম
প্রবঞ্চনা, তবুও
সাজিয়ে
রাখতে ক্ষতি কি, হৃদয়ের ফুলদানী - -

* *
- শান্তনু সান্যাল

 http://sanyalsplanet.blogspot.in/

painting by artist Qiang Huang 1

No comments:

Post a Comment