আত্ম কেন্দ্রিক ভাবনার বাহিরে যখন
বেরিয়ে এলাম, দেখি আমার
দুঃখের প্রবলতা অন্য -
দের তুলনায়
খুবই
কম, সজল চোখের আবছা আলোর -
বাইরে যখন আমার দৃষ্টি খুঁজেছে
অতিরিক্ত প্রকাশ, দেখি
আমার হৃদয়ের
অন্ধকার
অন্যদের তুলনায় শুধু এক ফালি, - -
আসলে নিজের ভিতরের
অহং যখন যায়
বেরিয়ে,
তখনই জীবন খুঁজে পায় উদ্বর্তনের -
বাস্তবিক অর্থ, ভুলে যায়
নিজের ব্যথা বেদনা,
অন্যান্য মুখে
খুঁজে
এক টুকরো হাসির ঝিলিক, জীবনের
পূর্ণতা তখন পৌঁছোয় তৃপ্তির
অভিমুখে,এখান থেকে
অভিজ্ঞানের
সূত্রপাত,
তখন ছায়াবৃত্ত হৃদয়ে প্রবুদ্ধ চেতনার
উদঘাটন - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
just different
বেরিয়ে এলাম, দেখি আমার
দুঃখের প্রবলতা অন্য -
দের তুলনায়
খুবই
কম, সজল চোখের আবছা আলোর -
বাইরে যখন আমার দৃষ্টি খুঁজেছে
অতিরিক্ত প্রকাশ, দেখি
আমার হৃদয়ের
অন্ধকার
অন্যদের তুলনায় শুধু এক ফালি, - -
আসলে নিজের ভিতরের
অহং যখন যায়
বেরিয়ে,
তখনই জীবন খুঁজে পায় উদ্বর্তনের -
বাস্তবিক অর্থ, ভুলে যায়
নিজের ব্যথা বেদনা,
অন্যান্য মুখে
খুঁজে
এক টুকরো হাসির ঝিলিক, জীবনের
পূর্ণতা তখন পৌঁছোয় তৃপ্তির
অভিমুখে,এখান থেকে
অভিজ্ঞানের
সূত্রপাত,
তখন ছায়াবৃত্ত হৃদয়ে প্রবুদ্ধ চেতনার
উদঘাটন - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
just different
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন