তোমার সিক্ত নয়নের তীরে, আছে -
কিছু অধীরতার আভাস, কিছু
হারাবার দুঃখ, কিছু নব
উপলব্ধির খুশি !
ওই তপ্ত
পৃথিবী ও ভব্য আকাশের মাঝে ভেসে
ওঠা, মিহি দিগন্ত রেখায় দেখি
আবার স্বপ্নের পায়চারি,
আবার নিশিপুষ্পের
উঠোনের
গায়ে অদ্ভুত টলমলানি,পুনরায় তুমি
সাজিয়ে চলেছ হৃদয়ের শুন্যতা,
সেটাই জীবনের আসল
অন্ত:সার, ভাঙা
গড়ার এই
শিল্পের মাঝে অনবরত পূর্বগামী এক
জলস্রোত, নিঃশ্বাসের ওই ওঠা -
নামা চিত্রলেখে, পুনরায়
মধুর আবেগের
নব সৃষ্টি !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
collection of Sally Hunt Fine Art
কিছু অধীরতার আভাস, কিছু
হারাবার দুঃখ, কিছু নব
উপলব্ধির খুশি !
ওই তপ্ত
পৃথিবী ও ভব্য আকাশের মাঝে ভেসে
ওঠা, মিহি দিগন্ত রেখায় দেখি
আবার স্বপ্নের পায়চারি,
আবার নিশিপুষ্পের
উঠোনের
গায়ে অদ্ভুত টলমলানি,পুনরায় তুমি
সাজিয়ে চলেছ হৃদয়ের শুন্যতা,
সেটাই জীবনের আসল
অন্ত:সার, ভাঙা
গড়ার এই
শিল্পের মাঝে অনবরত পূর্বগামী এক
জলস্রোত, নিঃশ্বাসের ওই ওঠা -
নামা চিত্রলেখে, পুনরায়
মধুর আবেগের
নব সৃষ্টি !
* *
- শান্তনু সান্যাল
collection of Sally Hunt Fine Art
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন