সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৪

ফেকাশে দিগন্ত রেখা - -

না তুমি হতে পারলে পৃথিবীর অন্তরতম, 
না আমি আকাশের উদারতা, তাই 
প্রণয়ের দিগন্ত রেখা রইলো 
চিরদিনই ফেকাশে,
যখনও  
চেয়েছি ঝরতে আমি, শ্রাবণের অধীর  
বর্ষণে, তখন তুমি দেহের উপরে 
সাজিয়ে গেছ সজল ফুলের 
উপত্যকা, ফিরে 
গেছি সুদুর 
অন্য 
বৃষ্টি ছায়ার দেশে, কখনো উজ্জ্বল রাতে 
আমি খুঁজেছি তোমায় সঘন 
অরণ্য পথে, চেয়েছি 
ভিজিয়ে দিতে 
আবেগের 
জোছনায় পরিপূর্ণ ভাবে, তখন দেখি -
তুমি আছো নিমগ্ন স্বপ্নের দেশে, 
তাই নিঃশব্দ পায়ে ফিরে 
গেছি বন্য সুরভির 
সাথে অনেক 
দূর -
অজানা ধুসর প্রান্তরে, একাকী পুড়েছি -
সারা রাত অদৃশ্য দহনে !

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
The Commons Getty Collection

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন