এখন অব্দি ছুঁয়ে আছে শিরায় শিরায়
তার নিঃশ্বাসের উষ্মা, যদিও
নিশীথের কুয়াশা
যথাক্রমে
জানালার পৃষ্ঠে হতে উধাত্ত, আবছা -
আলোয় কিছু রঙ্গীন প্রজাপতি
উড়ে যেতে চায়, সুদুর
অজানা সুরভিত
উড়াল পথে,
এখন অব্দি ফিরি নি ফেরারী চেতনা,
হয় 'ত ঝিমিয়ে পড়েছে তার
চোখের ছায়াতে কোথাও,
অবশ্যই সোনালী
নরম রোদ,
বারান্দায় আছে অনেক ক্ষণ দাঁড়ায়ে,
আয়নার দৃষ্টিভঙ্গী গেছে বদলিয়ে
কিংবা আমার চেহারায়
ঘটেছে এক আমূল
পরিবর্তন !
অথবা আমি গেছি হারিয়ে নিজের - -
পরিচয় এক রাতে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
The Commons Getty Collection Galleries
তার নিঃশ্বাসের উষ্মা, যদিও
নিশীথের কুয়াশা
যথাক্রমে
জানালার পৃষ্ঠে হতে উধাত্ত, আবছা -
আলোয় কিছু রঙ্গীন প্রজাপতি
উড়ে যেতে চায়, সুদুর
অজানা সুরভিত
উড়াল পথে,
এখন অব্দি ফিরি নি ফেরারী চেতনা,
হয় 'ত ঝিমিয়ে পড়েছে তার
চোখের ছায়াতে কোথাও,
অবশ্যই সোনালী
নরম রোদ,
বারান্দায় আছে অনেক ক্ষণ দাঁড়ায়ে,
আয়নার দৃষ্টিভঙ্গী গেছে বদলিয়ে
কিংবা আমার চেহারায়
ঘটেছে এক আমূল
পরিবর্তন !
অথবা আমি গেছি হারিয়ে নিজের - -
পরিচয় এক রাতে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
The Commons Getty Collection Galleries
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন