বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৫

পুনরায় সন্ধান - -

হয়তো তুমি আবার খুঁজবে আমায়,
বারান্দার কোণায়, এক চিলতে
রোদের রূপে, কোনো এক
ফুরিয়ে আসা শীতের
সকালে, পুরাতন
ফুল - টবের
কাছে, হয়তো তখন আমি আর নেই
তোমার বুকের মুলায়েম আবেগে,
সব কিছুর এক নিশ্চিত
সীমানা আছে বৈকি,
তাই, আর
ওই প্রণয় গন্ধের দাবিটা যেন একটু
বানানো মনে হয়, ঠিক ঝরা
শিউলির ওই অকাজের
অভিমান ! তবুও
জানি না
কেন হৃদয় চায়, যে তোমার চোখের
ওই অশেষ তল্লাসে, কোথায় যেন
আমি থাকতে চাই লুকিয়ে,
ঠিক হারানো, কোনো
এক অমূল্য
কৌটোর মাঝে, কেশরের রূপে চির -
মৌন, রাশি রাশি গন্ধ লুকিয়ে
শুকনো রন্ধ্রে - - 

* *
-  শান্তনু সান্যাল

 

http://sanyalsplanet.blogspot.in/
painting of Ann Mortimer

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন