সব কিছুই ছিল সুন্দর, উন্মুক্ত নীলাকাশ
চতুর্দশী চাঁদের অঢেল আলো, উঁচু
উঁচু চিনার গাছের রহস্যময়ী
ছায়া আর মধ্য রাতের
নীরবতা, যেন
নিখুঁত
ভাবে, কে যেন নিপুণ মনোযোগে করেছে
জীবন্ত সৃষ্টি, সব কিছুই যেন স্বপ্নীল
মায়া ! পৃথিবী যেন ভেসে
চলেছে আকাশগঙ্গার
প্রবাহে, অনন্ত
পথের
দিকে, সে কথা রেখেছিল পূর্ব সিদ্ধান্তের -
অনুরূপে, অরণ্য নদীর তীরে
আজও অনুনাদিত তার
হৃদয়ের স্পন্দন,
বুনো ফুলের
গন্ধে
আজও ভেসে রয় তার ভালবাসা, সে এক
কালজয়ী অনুভূতি সময়ের সাথে হয়ে
ওঠে প্রবল হতে প্রবলতম, ঠিক
নদীর দুই পারের মতন
চির পিপাসিত
অভিলাষ !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
Pure-Handmade-Flowers-Oil-Paintings-on-Canvas.jpg
চতুর্দশী চাঁদের অঢেল আলো, উঁচু
উঁচু চিনার গাছের রহস্যময়ী
ছায়া আর মধ্য রাতের
নীরবতা, যেন
নিখুঁত
ভাবে, কে যেন নিপুণ মনোযোগে করেছে
জীবন্ত সৃষ্টি, সব কিছুই যেন স্বপ্নীল
মায়া ! পৃথিবী যেন ভেসে
চলেছে আকাশগঙ্গার
প্রবাহে, অনন্ত
পথের
দিকে, সে কথা রেখেছিল পূর্ব সিদ্ধান্তের -
অনুরূপে, অরণ্য নদীর তীরে
আজও অনুনাদিত তার
হৃদয়ের স্পন্দন,
বুনো ফুলের
গন্ধে
আজও ভেসে রয় তার ভালবাসা, সে এক
কালজয়ী অনুভূতি সময়ের সাথে হয়ে
ওঠে প্রবল হতে প্রবলতম, ঠিক
নদীর দুই পারের মতন
চির পিপাসিত
অভিলাষ !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
Pure-Handmade-Flowers-Oil-Paintings-on-Canvas.jpg
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন