বুধবার, ২৯ এপ্রিল, ২০১৫

নিজের তল্লাস - -

বিশাল, ওই ভিড়ের মাঝে আমি খুঁজে
চলেছি, জানি না কোন আপন
জনের চেহারা, দৌড়িয়ে
যাচ্ছি  প্রায়, এই
প্ল্যাটফর্ম
হতে অন্য প্ল্যাটফর্ম, দূরগামী ট্রেনের
কম্পন এখনো রয়েছে বাতাসে,
লাল - নীল সবুজের আলো
গায়ে জড়িয়ে হয়'ত
সে এখন
বহুদূর ভেসে যাচ্ছে সঘন অরণ্যে, -
আস্তে -আস্তে স্টেশন চত্বরটা
প্রায় ফাঁকা, ক'এক
বেওয়ারিশ
চেহারা
ঠিক আমারই মতন চেয়ে আছে দূর
ভাসন্ত ছায়ার জগৎ, চৈত্র
শেষের কিছু উড়ন্ত
পাতার সাথে
মনে হয়
সে রেখে গেছে কিছু স্মৃতির ছিঁটে - -
দাগ, কিছু পিঙ্গলবর্ণী ভালবাসা,
এখন মধ্যরাত্রি সে এখন
পৌঁছিয়ে গেছে
উপত্যকা
পার, ঝিরিঝিরি ঠাণ্ডা হাওয়ায় বুজে
আসছে খুব সম্ভব এখন তার
দুটি সুন্দর চোখ, নিঝুম
স্টেশনের বাইরে
এখন
আমার নিজের তল্লাস আর খোলা - -
অন্তহীন রাজপথ - -

* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/

red-bougainvillea-thorns-james-temple.jpg

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন