জীবনে কি সব কিছুই থাকে সংগঠিত,
কখনো সখনো, একটু বিশৃঙ্খলতার
ভাবও আছে জরুরি। ওই
রহস্যভরা তোমার
চাহনি,
বুকের মাঝে অসময়ের ঝড় বইয়ে -
আনতে চায়। আমি যে বড়
এলোমেলো মানুষ, ওই
গোছানোর শিল্পটা
জানি না,
তাই ভয় পাই স্বপ্নের জাল বুনতে !
যেন মনে হয়ে গাফিলতির
জেরে, না খুলে যায়
তোমার প্রেমের
সুন্দর
কশিদাকারী, এক অবুঝ আতঙ্কের
ছায়া ঘনিয়ে রয় সাঁঝ - সকাল
ভাবনার দুয়ারে, ঠিক
কালবৈশাখীর
আগে
হঠাৎ নিঝুম হয়ে ওঠে সাগরের - -
বেলাগাম ঢেউ - -
* *
- শান্তনু সান্যাল
Contemporary Artist Filomena de Andrade Booth 1
http://sanyalsplanet.blogspot.in/
কখনো সখনো, একটু বিশৃঙ্খলতার
ভাবও আছে জরুরি। ওই
রহস্যভরা তোমার
চাহনি,
বুকের মাঝে অসময়ের ঝড় বইয়ে -
আনতে চায়। আমি যে বড়
এলোমেলো মানুষ, ওই
গোছানোর শিল্পটা
জানি না,
তাই ভয় পাই স্বপ্নের জাল বুনতে !
যেন মনে হয়ে গাফিলতির
জেরে, না খুলে যায়
তোমার প্রেমের
সুন্দর
কশিদাকারী, এক অবুঝ আতঙ্কের
ছায়া ঘনিয়ে রয় সাঁঝ - সকাল
ভাবনার দুয়ারে, ঠিক
কালবৈশাখীর
আগে
হঠাৎ নিঝুম হয়ে ওঠে সাগরের - -
বেলাগাম ঢেউ - -
* *
- শান্তনু সান্যাল
Contemporary Artist Filomena de Andrade Booth 1
http://sanyalsplanet.blogspot.in/
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন