জীবনের নাগরদোলা ঘুরে যায় অবিশ্রাম
লয়ে, কখনো আকাশপথে আবার
কখনো পৃথিবীর গা ছুঁয়ে,
মৌসুম, যথারীতি
দাঁড়িয়ে রয়
দর্শক
দীর্ঘায়, ওই ভাবনার সঘন ভিড়ে, আমি
ডেকেছি তোমায় খুব আপন করে,
কখনো তুমি দিয়েছ মৌন
সাড়া, আবার দেখি
বহুবার তুমি
করেছ
অবহেলা, কৈফিয়ৎ বলতে কিছুই নেই -
এই মুহুর্তে, সবাইর আছে নিজস্ব
এক দুনিয়া, নিজের কিছু
আপন কলাকৃতি,
কিছু অবুঝ
জ্যামিতি,
আর বারংবার মুছে স্বপ্নের স্লেটে, নতুন
ভাবে লেখা - কিছু ভালবাসার
কবিতা, আত্ম গোপনের
কিছু নাটক, কখনো
একক আর
কখনো
কোরাসে নিজেকে হারাবার অভিনব - -
প্রয়াস।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
Irene Sheri art
লয়ে, কখনো আকাশপথে আবার
কখনো পৃথিবীর গা ছুঁয়ে,
মৌসুম, যথারীতি
দাঁড়িয়ে রয়
দর্শক
দীর্ঘায়, ওই ভাবনার সঘন ভিড়ে, আমি
ডেকেছি তোমায় খুব আপন করে,
কখনো তুমি দিয়েছ মৌন
সাড়া, আবার দেখি
বহুবার তুমি
করেছ
অবহেলা, কৈফিয়ৎ বলতে কিছুই নেই -
এই মুহুর্তে, সবাইর আছে নিজস্ব
এক দুনিয়া, নিজের কিছু
আপন কলাকৃতি,
কিছু অবুঝ
জ্যামিতি,
আর বারংবার মুছে স্বপ্নের স্লেটে, নতুন
ভাবে লেখা - কিছু ভালবাসার
কবিতা, আত্ম গোপনের
কিছু নাটক, কখনো
একক আর
কখনো
কোরাসে নিজেকে হারাবার অভিনব - -
প্রয়াস।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
Irene Sheri art
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন