জানি না কিসের যেন চুক্তি ছিল তাদের - -
মধ্যে, মৌসুমি হাওয়ার সাথে দেখি
সমস্ত চেনা চেহারা, চেয়ে
আছে আমায় কেমন
যেন অপরিচিত
ভানে !
আমি যতই তাদের কাছে যেতে চাই তারা
সরে যায় আরও দুরে, তাদের ওই
আশ্চর্য্য ভরা চাহিনীর মাঝে,
আমি খুঁজে চলেছি
জীবনের
দ্বিতীয় অধ্যায়, কিছু গোলাপ ফুলের - - -
আত্ম - কেন্দ্রিত সুবাস আর কিছু
কচি কাঁটার আবরণ, এক
বিন্দু রক্ত ঠিক আঙ্গুল
ডগায়, আর
সেই উষ্ণ
ঠোঁটের মধ্যখানে, পূর্ণ সমর্পিত আমার ওই
অস্থির নিঃশ্বাস, সে দিন পৃথিবী যেন
খুব সবুজ ছিল, আকাশও খুব
টলটলে নীল, বিশ্বাস কর
আমি সে দিন চেয়ে
ছিলাম
চিরতরের কারাগার, তার উষ্ণ অধর - -
হতে বুকের অন্তরজগতে চির -
নিবাস।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
মধ্যে, মৌসুমি হাওয়ার সাথে দেখি
সমস্ত চেনা চেহারা, চেয়ে
আছে আমায় কেমন
যেন অপরিচিত
ভানে !
আমি যতই তাদের কাছে যেতে চাই তারা
সরে যায় আরও দুরে, তাদের ওই
আশ্চর্য্য ভরা চাহিনীর মাঝে,
আমি খুঁজে চলেছি
জীবনের
দ্বিতীয় অধ্যায়, কিছু গোলাপ ফুলের - - -
আত্ম - কেন্দ্রিত সুবাস আর কিছু
কচি কাঁটার আবরণ, এক
বিন্দু রক্ত ঠিক আঙ্গুল
ডগায়, আর
সেই উষ্ণ
ঠোঁটের মধ্যখানে, পূর্ণ সমর্পিত আমার ওই
অস্থির নিঃশ্বাস, সে দিন পৃথিবী যেন
খুব সবুজ ছিল, আকাশও খুব
টলটলে নীল, বিশ্বাস কর
আমি সে দিন চেয়ে
ছিলাম
চিরতরের কারাগার, তার উষ্ণ অধর - -
হতে বুকের অন্তরজগতে চির -
নিবাস।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন