বৃহস্পতিবার, ৪ জুন, ২০১৫

আদিমযুগের পথে - -

অস্তিত্ব আমার, যখন নিজেই ডুবতে
চায় তার বুকের অতল আঁধারে,
তখন লোক লজ্জার কিসের
বালাই, ওই নিঃশ্বাসের
বিনিময়ে আছে
এক এমন
পরিহারের মধুরতা, যাকে শব্দের - -
মায়া জালে বাঁধা মুশকিল, সে
যেন জন্মগত বিশৃঙ্খল,
তাকে আবরণে
মুড়ে রাখা
যায় না, যেন চিরকালের আরণ্যক, -
যেখানে সমস্ত তর্ক বিতর্ক যায়
নিমিষে হারিয়ে, তখন
প্রেমের সংজ্ঞা
খুবই -
জটিল, গহন অন্ধকারে হয় ওঠে এক -
অদৃশ্য স্ব - আলোকসজ্জা, বাহ্য
জগতের সমস্ত শিকল
নিজেই যায় খুলে
একে-একে,
তখন নব কায়াকল্পের অঙ্কুরোদ্গম - -
সম্পূর্ণ বর্বরতা, আদিমযুগের
পথে ফিরে যাওয়া, ওই
মুহুর্তে আমরা
যেন সহসা
আফ্রিকার কোনো এক তৃণভূমির পথে
খুঁজে চলেছি, নিজের জীবাশ্মের
ঠিকানা, যেখানে হয়তো
এখনো আছে উন্মুক্ত
ভালবাসা !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন