সোমবার, ৩১ জুলাই, ২০২৩

সুখের পরিভাষা - -

খুবই জটিল সুখের পরিভাষা,
তাই নিজের মনের মত 
জীবন গড়ে নেওয়াটা  
মন্দ নয়, ওই
সুদূরের আকাশগঙ্গা, চিরদিনই
ছিল আমার কাছে চিত্তগ্রাহী
নানান স্বপ্নের মাঝে
তাই গুটিয়ে
রেখেছি
তোমার ভালবাসা। 
অপূর্ণতাই
জীবন, পূর্ণ অস্তিত্ব খুঁজে
পাওয়াটা ছিল না
সহজ, তাই
তোমার কাছে বারংবার ফিরে
আসা। সত্যি বলি, ওই
অভিলাষের ফর্দ
চিরকালই
অন্তহীন, শুধুই অধরা পথের -
দিকে এগিয়ে যাওয়া, ওই
অট্টালিকা ও শ্মশানের
মাঝপথে খুঁজে
পেয়েছি
মনের মানুষ বহুবার তোমায়,
কখনো তুমি সিদ্ধার্থ রূপে
হেঁটে চলেছ নিজের
মনে, ঘিঞ্জি
বস্তির
শেষ প্রান্তের দিকে, আবার - -
কখনো তুমি একাকী
চেয়ে আছো
ধুসর
আকাশে হারিয়ে যাওয়া হাড়
মাংসের  ধূম্র বলয়ের
ঘন কুয়াশা। 
খুবই 
জটিল সুখের পরিভাষা।
* *
— শান্তনু সান্যাল

http://sanyalsduniya2.blogspot.in/


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন