শুক্রবার, ১৬ অক্টোবর, ২০১৫

ফ্ল্যাশব্যাক - -

আজও তুমি ভোরের শাপলা, কুয়াশা
ভরা সকালে, রেখে যাও মনের
দুয়ারে, শিশিরে সিক্ত
অনুভূতি।
যদিও দরজা খুলতে বিলম্বিত আমার
পদক্ষেপ, তবুও তুমি থেমে থাক
যথারীতি নামহীন সুদুর
অরণ্য ঝিলের
মাঝখানে। 
তোমার থামানো পুরাতন নিঃশ্বাসে -
আজও আমি খুঁজে পাই ওই
শৈশবের হারানো খুশি,
খালি পায়ে ওই
আবছা
আঁধারে শিউলি তোলার ছলে দৌড়ে
তোমায় খুঁজে পাওয়া।
* *
- শান্তনু সান্যাল


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন