সোমবার, ২৬ জুন, ২০২৩

অসমাপ্ত শূন্যতা - -

সজল নয়নে সে রেখে গেছে কিছু শেষ
প্রহরের অপরিভাষিত মৌন কথা,
কিছু সিক্ত অনুরাগের মর্ম
ব্যথা। সেই নিশান্তের
পরে আজও আমি
খুঁজে বেড়াই
কাঁচা
হলুদরঙ্গী বিহান। আজও মনে হয়ে সে
চেয়ে ছিল শুধুই, হারানো শৈশবের
কোনো এক মুহুর্তের খণ্ডিত
খুশির কণা, উড়ন্ত
কোনো গঙ্গা
ফড়িঙ্গের
কাচিক ডানা। জানি না কেনো, আর
সে ফিরি নি পুকুর পারে কোনো
দিন, ধীরে ধীরে ওই কচুরী -
পানার জগৎ গেছে
হারিয়ে, আর
গড়ে
উঠেছে জলাভূমির মাঝখানে বিরাট 
এক কংক্রিটের আবাসন, আজও
জীবন খুঁজে বেড়ায় এক
ফোঁটা শিশির কণা।
অবশ্যই সেই
সন্ধানটি
রয়ে যায় যথারীতি কালো কুয়াশার -
মাঝে কোথায় যেন নিরুদ্দেশ !
কিংবা আর আকাশের
বুকে জমে না
তুষার,
সব কিছুই মনে হয় যেন ক্রমশঃ খুব
ফাঁপা, এক অসমাপ্ত শূন্যতা - -
* *
- শান্তনু সান্যাল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন