মঙ্গলবার, ৬ জুন, ২০২৩

কাগজের ফুল হলেও - -

শহরের ওই শেষ প্রান্তে দেখেছি তাকে

শুকনো লাল মাটির বুকে, বেশ
হাত পা ছড়িয়ে, জীর্ণ শীর্ণ
দেউলের গায়ে হেলান
দিয়ে দাঁড়িয়ে আছে
একরাশ ফুলের
সাথে, সে
যেন বুঝিয়ে দিতে চায় বেঁচে থাকার
মন্ত্র উপেক্ষিত প্রান্তরে, সে নিজের
বুনো দাপট নিয়ে পর্যটক কে 
জানিয়ে দিতে চায় তার
উপস্থিতি। তারা
হার মানে
না, হয়'ত তাদের চাহিদা খুবই কম -
তাই সারাটা বছর শাখা প্রশাখায়
ফুটে রয় অজস্র ফুল, আসলে
তাদের অভ্যন্তরীণ বুকে
জমে থাকে গভীর
জলস্রোত !
তারা শুকতে জানে না । শুধুই লুটিয়ে
যায় অন্তহীন প্রেমের কুহক ! তারা
কোনো ভাবেই ভাঙ্গা দেউলের
প্রাচীর ছেড়ে যেতে চায়
না, আকড়িয়ে
রাখতে
চায় উপাসনার ওই পবিত্র মাটিকে -
চিরকালের জন্য - -
* *
- শান্তনু সান্যাল 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন