বুধবার, ১৭ মে, ২০২৩

দিগন্তের পথে - -

সমস্ত জমাখরচ যথারীতি রইলো
ফেলানো উপকুলের গায়ে,
ওই জীবন নদীটি
অবশেষে
ডুব
দিলো সাগরের বক্ষঃস্থলে। সবাই
বহে যায় সময়ের প্রবাহে,
সবাই হারায় একদিন
অতীতের পৃষ্ঠে
ক্রমশঃ
হয়ে ওঠে পলিমাটির স্তর। করে
যায় তটভূমির মৌন বন্দনা,
আসলে সৃষ্টির আছে
নিজস্ব বিধান,
যেখানে
কৃত্রিম যুক্তি চলে না, চাইলেও
ফের বদল করা মুশকিল।
জীবনের কাফেলা
এগিয়ে যায়
দিগন্তের
পথে অনবরত, তারা খচিত ওই
আকাশের ভবিষ্যদ্বাণী তখন
কোনো কাজে লাগে না।
সকালের গায়ে লেখা
থাকে নিশান্তের
কাহিনী।

* *
- শান্তনু সান্যাল 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন