শুক্রবার, ৫ মে, ২০২৩

অন্তর্মনের অনুনাদ - -

 জীবন শুধুই নয় সীমাবদ্ধ সোনালী ফ্রেমের
চতুষ্কোণে, কিছু আগাছার গায়ও ফুটে
রয় অদ্ভুত সুন্দর ফুল ! অনেক
সময়ে আপন মানুষ ভুলে
যায় আপন জনের
ঠিকানা - -
আবার অনেক সময়ে, পরকীয় মানুষ হয়ে -
ওঠে অনাহূত মসীহের প্রতিরূপ ! তুলে
ধরে পড়ন্ত মানুষের রক্তঝরিত
দেহ খানি । ওই  অদৃশ্য
আত্মীয়তা বেঁধে
রাখে নিজের
বুকে মানবিকতার চির ভাবনা, তাই এখনো
পৃথিবীর সৌন্দর্য ক্ষয়ে যায় নি, এখনো
বহু মানুষের বুকে সংবেদনার লহর
আছে বাকি, এখনো বহু
মানুষের চোখে
ধর্মের ওই
রঙ্গীন চশমা অর্থহীন, তারা বিচার করে শুধুই
অন্তর্মনের অনুনাদে।

* *
- শান্তনু সান্যাল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন