শনিবার, ৩০ জানুয়ারী, ২০১৬

অন্তর্লিখন - -

এক অনি:শেষ তিয়াসা নিয়ে বুকে -
যখন ভেঙ্গে যায় মধ্যরাতের
গভীর ঘুম ! তখন আমি
খোলা জানালার
পারে খুঁজি
টুকরো টুকরো ভেসে যাওয়া উল্কার
আলো। রাত হটাৎ মনে হয়
খুবই অসহায় খুঁড়িয়ে
খুঁড়িয়ে হাঁটছে,
আর সুদুর
দিগন্ত রেখায় কে যেন দাঁড়িয়ে আছে
ঝাপসা আলোয়, এক মহাকায়
আকৃতি ! কৌতুহল কী
আত্মঘাতী প্রবৃত্তি,
বোঝা খুবই
মুশকিল,
তবুও জীবন ছুঁতে চায় সেই ক্ষিতিজ
পারের ফেকাশে প্রতিভাস ! আর
এই ভাবে আমি বহু রাতের
অন্ধকারে লিখে যাই
অসমাপ্ত
অন্তর্লিখন, রাখতে চাই আলোর বর্ণ -
মালা চির জীবন্ত !

-  শান্তনু সান্যাল

শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬

মরিচা - মুক্ত - -

এখনো ফুরায় নি পৃথিবীর আবর্তগতি,
এখনো তুমি বেঁধে রাখতে চাও
বাউণ্ডুলে মরশুম নিজের
উচ্ছ্বাসের সমীকরণে,
যদিও জীবনের
আরশি
কিছু মলিনতার পথে চলেছে এগিয়ে - -
ভাবনারা কিন্তু এখনো মরিচা -
মুক্ত, চাঁদের আলোয় হয়ে
ওঠে জীবন্ত, সব কিছু
হয় তো ফুরায়
সময়ের
সাথে, আবার ওই ফুরান বিন্দু হতে - -
নতুন যাত্রার সূচনা হয় বৈকি,
সাগরমুখী নদীর ওই ঊষর
বাঁকের ভূমি, যদিও
আজ ঝোপ
জঙ্গলে ভরা, তবুও সে দেখে যায় মহা
শ্রাবণের স্বপ্ন, মিলে যেতে চায়
ওই বিচ্ছিন্ন নদীর সাথে
ঠিক আগের মত
একাকার,
সাগরকুলে যাওয়ার অভিলাষ কী যায়
সহজে, এখানেই কচি আলোর কড়া
নাড়ার শব্দ, আর একরাশ
ফুলের গন্ধ ভরে যায়
বুকের শূন্যতা।

* *

- শান্তনু সান্যাল

 

বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০১৬

দিবা শেষে - -

এখুনি সন্ধ্যা নামবে পাহাড় হতে ঝপাস করে,
ওই গভীর ঝিলের বুকে, আর দিনের
শেষ আলোয়, জানি আবার
তুমি হয়ে উঠবে
অস্থির,
বেঁধে রাখতে চাইবে দেহের নৌকো, নিজের
রুক্ষ তীরে। আমিও তখন হারাতে
চাই তোমার ওই বুকের
অন্ধকার পথে,
যে যা
বলুক, সে মুহুর্তে আমি যেন হয়ে উঠি এক
জাগ্রত অভিশপ্ত পাথর, তোমার ওই
কুহকভরা পরশে আমার
পাঁকে -ভরা জীবন
তখন করে
ঝলমল, যেন সদ্য সংস্কারিত মরা - পুকুর
জোছনায় ভরে চলেছে ক্রমশঃ। ওই
তোমার স্নিগ্ধ ভালবাসায়,
আমি চিরতরে চাই
হারাতে।

* *
- শান্তনু সান্যাল